Toggle navigation
Home
About Us
Act
VAT
Customs
Excise
SRO
VAT SRO
Customs SRO
Excise SRO
Rules
VAT
Customs
Excise
Order
NBR Order
Commissionerate Order
Forms
VAT 1991
VAT 2012
Other
Publications
Statistics
RTI
Contact
Webmail
Customs, Excise & VAT Commissionerate, Chittagong : জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২০ উপলক্ষে জুম অ্যাপসের মাধ্যমে একটা সেমিনারের আয়োজন করা হয়।
ভ্যাট দিবস উপলক্ষে জুম অ্যাপসের মাধ্যমে আয়োজিত সেমিনারের সূচনা করছেন সভাপতি সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন।
সেমিনারের সঞ্চালক সহকারী কমিশনার জনাব অনুরূপা দেব ও রাঙামাটি বিভাগের সহকারী কমিশনার জনাব মোসা. আয়শা সিদ্দিক।
বাম থেকে সেমিনারে হোস্ট সহকারী প্রোগ্রামার জনাব মো. আব্দুর রহমান খান, পবিত্র কুরআন থেকে থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠক যথাক্রমে জনাব মো. শাহজাহান ও জনাব তিলক দে।
সেমিনারে স্বাগত বক্তব্য ও ভ্যাটের সম্ভাব্য ভবিষ্যৎ ও দেশের উন্নয়নে ভ্যাটের অবদান নিয়ে আলোচনা করেন সম্মানিত অতিরিক্ত কমিশনার জনাব মো. কামরুজ্জামান
কী-নোট পেপার উপস্থাপন করছেন উপ-কমিশনার জনাব মো. আহসান উল্লাহ।
বক্তব্য রাখছেন কাস্টম হাউস,চট্টগ্রাম এর সম্মানিত কমিশনার জনাব এম. ফকরুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত বাম থেকে সহকারী কমিশনার জনাব এস এম সরাফত হোসেন,উপ-কমিশনার জনাব মো. আহসান উল্লাহ,সহকারী কমিশনার জনাব এইচ এম কবির,উপ-কমিশনার জনাব ফাতেমা খায়রুন নূর,উপ-কমিশনার জনাব মো. শাহনূর কবীর পাভেল।
বাম থেকে উপকমিশনার জনাব ফাতেমা খায়রুন নূর, সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী মেসার্স ফোর স্টার এন্টারপ্রাইজ এর পক্ষে সম্মাননা সনদ গ্রহণ করছেন জনাব হাসান চৌধুরী,সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন ও অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামান।
বাম থেকে ভেনাস রিসোর্ট ও কফি হাউস এর পক্ষে সম্মাননা গ্রহণ, সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন ও অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামান।
বাম থেকে মেসার্স চৌধুরী টি ওয়ার হাউস এর পক্ষে সম্মননা সনদ গ্রহণ করছেন এম. জিয়া চৌধুরী,সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন ও অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামান।
বাম থেকে এক্সকুলুসিভ ক্যান লিমিটেড এর পক্ষে ক্রেস্ট গ্রহণ করছেন জনাব মো. শওকত হোসেন , সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ আকবর হোসেন ও অতিরিক্ত কমিশনার মো. কামরুজ্জামান।
জুম অ্যাপের মাধ্যমে আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আকবর হোসেন তাঁর সমাপনী বক্তব্য প্রদান করছেন।তাঁর মূল্যবান বক্তব্যে তিনি ব্যবসায়ী সমাজকে সবধরণের সহযোগিতা প্রদানের পাশাপাশি কর্মকর্তাদের উদ্দেশ্যে সুন্দর ভ্যাট আহরণের পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
Left
Right